kolkata 6 months ago

Justice Gangopadhyay ordered appoint 112 people before Puja : পুজোর আগেই আরও ১১২ জনকে নিয়োগের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Justice Gangopadhyay ordered appoint 112 people before Puja

 

কলকাতা, ৭ সেপ্টেম্বর : সোম ও মঙ্গলের পর বুধবারও। এদিন আরও ১১২ জনকে প্রাথমিকে চাকরির নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বুধবার চারটি পৃথক মামলায় মোট ১১২ জনকে প্রাথমিকে নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি। ২৮ সেপ্টেম্বরের মধ্যে ওই ১১২ জনকে চাকরিকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এর আগে সোমবার ২৩ জনকে প্রাথমিকে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর মঙ্গলবার আরও ৫৪ জনকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। এবার বুধবার আরও ১১২ জনকে প্রাথমিকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

২৮ সেপ্টেম্বরের মধ্যে অর্থাৎ, পুজোর আগেই নিয়োগ পাবেন ওই চাকরিপ্রার্থীরা। অর্থাৎ, তিন দিনের নির্দেশ মিলিয়ে ২৮ সেপ্টেম্বরের মধ্যে মোট ১৮৯ জন প্রাথমিকে নিয়োগ পাবেন। এদিনের মামলায় যে ১১২ জনকে চাকরির নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে, তাঁরা ২০১৪ সালে টেট পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু সেই সময় ৬ টি প্রশ্নে পর্ষদের ভুলেই তাঁরা চাকরি পাননি বলে অভিযোগ উঠেছিল। সেই মামলাতেই ওই ১১২ জনকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। দেখা গিয়েছে, ৬ প্রশ্ন ভুলের মামলায় হাইকোর্টের নির্দেশ মেনে উত্তীর্ণ হচ্ছেন ১১২ জন।

You might also like!