কলকাতা, ১ অক্টোবর : আরজি কর-কাণ্ডে নির্যাতিতার সুবিচার-সহ একগুচ্ছ দাবি তুলে ফের পূর্ণ কর্মবিরতি শুরু করলেন জুনিয়র ডাক্তারেরা। মঙ্গলবার সকাল থেকে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শুরু হয়ে গিয়েছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। সোমবার সুপ্রিম কোর্টের রায়ের দিকেই সবাই তাকিয়ে ছিলেন, শীর্ষ আদালতে শুনানির পর জুনিয়র ডাক্তাররা বৈঠকে বসেন।
সোমবার গভীর রাত থেকে দীর্ঘ ৮ ঘণ্টার জিবি বৈঠকের পর কর্মবিরতির পথেই হাঁটলেন জুনিয়র ডাক্তারেরা। চিকিৎসকদের তরফ থেকে মোট দশ দফা দাবি পেশ করা হয়েছে। সেই দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন তাঁরা।