দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- আরজিকর হাসপাতালে গত ৯ আগস্ট কর্মরত তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় বিচারের দাবিতে লাগাতার আন্দোলনে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। দীর্ঘ ৫৫ দিন পর হলেও এখনও তাদের ১০টি দাবি নিয়ে পূর্ণ কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এই পরিস্থিতিতে গতকাল সিনিয়র চিকিৎসকদের সাথে জুনিয়র চিকিৎসকরা বৈঠক করেন। আর সেই বৈঠকে সিনিয়র চিকিৎসকরা জুনিয়র চিকিৎসকদের পূর্ণ কর্মবিরতি থেকে সরে এসে আন্দোলনের অন্য পন্থা ভাবার পরামর্শ দিয়েছেন। তবে কি পূর্ণ কর্মবিরতি থেকে সরে আসছেন জুনিয়র চিকিৎসকরা?
গতকাল সিনিয়রদের সাথে বৈঠকের পর সকল মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিদের নিয়ে এক পেনজিবি বৈঠক হয়। প্রায় ১০ ঘণ্টা ধরে চলে সেই বৈঠক। সূত্রের খবর, সেই বৈঠকে অধিকাংশই পূর্ণ কর্মবিরতি থেকে সরে আসতে চেয়েছেন। তবে আন্দোলনের কি হবে? সেটা এখনও কিছুই সংবাদ মাধ্যমকে জানাননি জুনিয়র চিকিৎসকরা। সূত্র মারফত আরো খবর, আজ দুপুর ২টো নাগাদ মিছিলে হতে পারে। ধর্মতলা পর্যন্ত যেতে পারে সেই মিছিল এবং সেই সমাবেশ থেকে পরবর্তীর কর্মসূচি জানাতে পারে বলেই সূত্রের খবর।