কলকাতা, ৩ অক্টোবর : দশমী অবধি মেঘাচ্ছন্নই থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। হতে পারে বৃষ্টি, দক্ষিণবঙ্গের পাশাপাশি ভিজতে পারে উত্তরবঙ্গও। তবে, ভারী বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অষ্টমী পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু এলাকায়।
দশমীতে বৃষ্টি কিছুটা কমতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দশমীর দিন কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা। কলকাতায় পুজোর ক’টা দিন আকাশের মুখ ভার থাকবে বলেই জানাচ্ছেন আবহবিদরা। হাওয়া অফিস সূত্রে খবর, নবমীর কলকাতা মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে। আকাশ মূলত মেঘলা থাকবে। দশমীতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। সোমবার অষ্টমীর সকাল ছিল আংশিক মেঘলা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।