দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুজোর আনন্দে বুদ গোটা রাজ্য , কিন্তু এর মধ্যে চিন্তা বাড়াচ্ছে জোড়া ঘূর্ণাবর্ত। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আজ মহাসপ্তমী থেকে বিজয়া দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
ষষ্ঠীতেও শহর কলকাতা-সহ দক্ষিমবঙ্গের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। ষষ্ঠীর পর এবার সপ্তমীতেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ সপ্তমীতে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি। একইভাবে পশ্চিমের দুই জেলা ঝাড়গ্রাম ও বাঁকুড়াতেও আজ বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। মোটের উপর আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম-বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উল্টোদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে অবশ্য বৃষ্টির সম্ভাবনা নবমী থেকে। নবমীর দিন থেকে বেশ কয়েকদিন উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।