kolkata

1 week ago

SSC recruitment scam: ঝড়বৃষ্টির মধ্যে এসএসসি ভবনের সামনে ঠায় বসে চাকরিহারারা, অনশনে তিন

Jobless candidates in front of the SSC building on Wednesday night before the hunger strike began
Jobless candidates in front of the SSC building on Wednesday night before the hunger strike began

 

কলকাতা, ১১ এপ্রিল : বৃহস্পতিবার থেকে বিধাননগরে স্কুল সার্ভিস কমিশনের দফতরের সামনে অনশন শুরু করছেন তিন জন চাকরিহারা শিক্ষক। রাতে ঝড়বৃষ্টির মধ্যেও সেখানেই ঠায় বসে ছিলেন তাঁরা।অনশনকারীদের মধ্যে আছেন সুমন বিশ্বাস, পঙ্কজ রায় এবং প্রতাপ রানা। সুপ্রিম কোর্টের রায়ে তাঁদের চাকরি গিয়েছে। রাতে তাঁদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা বর্তমানে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি প্রতিবাদীদের অনশন তুলে নেওয়ার অনুরোধ করেন। তমলুকের সাংসদ জানিয়েছেন, আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করতে হবে চাকরিহারাদের। কিন্তু তিনি আমরণ অনশনের বিরোধী। চাকরিহারাদের পাশে থাকার বার্তা দেন অভিজিৎবাবু। এদিকে, শুক্রবার সকালে তিন জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।


You might also like!