আসানসোল ও কলকাতা, ১৬ সেপ্টেম্বর : কয়লা পাচার-কাণ্ডে শুক্রবার ভবানী ভবনে (সিআইডির দফতর) হাজিরা দিলেন না আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। হাজিরা না দেওয়ার কথা চিঠি মারফত জানিয়েছেন আসানসোলের প্রাক্তন মেয়র। পাশাপাশি, এই মামলায় তাঁকে কেন ডাকা হচ্ছে, এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন বলেও শোনা যাচ্ছে।
শুক্রবারই জিতেন্দ্র তিওয়ারিকে সিআইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল। সিআইডি-র সমনের প্রেক্ষিতে তিনি জানিয়েছিলেন, কেন এই সমন তা ছোট বাচ্চারাও বলে দিতে পারবে। সম্ভাবনা ছিলই যে তিনি ভবানী ভবনে হাজিরা দেবেন না, আর তাই হল। শুক্রবার হাজিরা দেননি আসানসোলের এই বিজেপি নেতা। সিআইডি সূত্রে জানা গিয়েছে, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্ডাল থানার পুরনো একটি মামলায় সাক্ষী হিসেবে তলব করা হয় জিতেন্দ্রকে।