kolkata

8 months ago

জেলের পুজোয় ঠাঁই হয়নি পার্থের, নতুন শাড়ি পরে অর্পিতা মাতলেন আয়োজনে

Partha Chatterjee
Partha Chatterjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রবিবার, মহাষষ্ঠীতে জেলে দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার ইচ্ছে প্রকাশ করেছিলেন। কিন্তু জেল-কর্তৃপক্ষ তাঁর সেই আবেদন খারিজ করে দেন। কারারক্ষীদের একাংশের কথায়, ষষ্ঠীর দুপুরে খারিজ হয়ে যায় পার্থের আবেদন

অন্যদিকে আলিপুর জেলে পার্থের বান্ধবী এবং একই মামলায় অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়ের ক্ষেত্রে ছবিটা বিপরীত। দিন তিনেক আগে এক আইনজীবী এবং এক আত্মীয় চারটি নতুন শাড়ি আর কিছু পোশাক দিয়ে গিয়েছেন তাঁকে। ওই শাড়ি পরেই পুজোর আয়োজনে মেতেছেন অর্পিতা। ষষ্ঠীর দুপুরে নতুন শাড়ি পরে উদ্বোধনী অনুষ্ঠানের পরে সহ-বন্দিদের সঙ্গে পুজোর আয়োজনে হাত লাগান তিনি। 

ষষ্ঠীর দুপুর থেকেই জেলের মধ্যে দুর্গাপুজোর সাজো সাজো রব। দুপুরের পরেই যে কারাকর্তারা পুজোর উদ্বোধনে আসছেন, সেই বার্তা কানে গিয়েছিল পার্থের। তার পরেই সেই পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে চেয়ে আবেদন করেন তিনি। তবে তা গ্রাহ্য হয় নি। 


You might also like!