kolkata 5 months ago

Howrah Bridge : উপাসনার অধিকার চেয়ে আদিবাসী মিছিলে স্তব্ধ হাওড়া ব্রিজ, যানজটে ভোগান্তি চরমে

Jam in howrah bridge due to rally

 

কলকাতা, ২৩ সেপ্টেম্বর : ধর্মীয় উপাসনার অধিকার চেয়ে পথে নেমেছেন পশ্চিম মেদিনীপুরের আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগণা মহলের নেতৃত্বে আদিবাসীরা। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে তাঁদের দেবতা মারানবুড়ুর উপাসনা স্থল। সেখানে ওই ধর্মীয় স্থলটি ধ্বংস করে নির্মাণ কাজ চালানো হচ্ছে বলে অভিযোগ। তার প্রতিবাদেই শুক্রবার সকালে ডেপুটেশন জমা দিতে তাঁরা প্রথমে এসে হাজির হন হাও়ড়া স্টেশনে। আদিবাসীদের এই মিছিলের জেরে স্তব্ধ হয়ে পড়ল হাওড়া ব্রিজ।

অফিসমুখী জনতা হাওড়া স্টেশন থেকে বের হয়ে হাওড়া ব্রিজের মুখে পৌঁছেই আটকে পড়েন। একটি গাড়িও চলাচল করতে পারেনি, সকালের ব্যস্ত অফিস টাইমে থমকে যায় কলকাতায় আসার মূল প্রবেশ দ্বার হাওড়া ব্রিজ। তার পর একে একে এমজি রোড, উত্তর কলকাতা মুখী সেন্ট্রাল অ্যাভিনিউ, বেন্টিঙ্ক স্ট্রিট, গণেশচন্দ্র অ্যাভিনিউ, ধর্মতলা চত্বর সহ প্রায় মধ্য কলকাতার পুরোটাই থমকে যায়।


You might also like!