kolkata

8 months ago

Mamata Mukhajee : মহালয়ার দিন ভার্চুয়ালি ঝাড়গ্রামের একাধিক পুজার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee
Mamata Banerjee

 

ঝাড়গ্রাম, ২৫ সেপ্টেম্বরঃ  রবিবার মহালয়ার দিন ঝাড়গ্রাম জেলার বেশ কয়েকটি সর্বজনিন পুজার উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর হাত ধরে পুজো উদ্বোধন হওয়ায় খুশির হাওয়া বইছে জেলা জুড়ে।এদিন জেলার ব্লক গুলির থেকে চারটি এবং ঝাড়গ্রাম পুরসভা এলাকা থেকে দুটি সর্বজনিন দুর্গা পুজা ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবার জামবনি ব্লকের ডুমুরিয়া সর্বজনিন দুর্গা পুজা কমিটি এবং গোপীবল্লভপুর এক ব্লকের গোপীবল্লভপুর থানা সর্বজনিন দুর্গা পুজা, কাটাপাহাড়ি পশ্চিমপাড়া সর্বজনিন দুর্গা পুজা(লালগড়), শ্রী শ্রী নারায়নপুর সর্বজনিন দুর্গা পুজা (বিনপুর) এবং ঝাড়গ্রাম পুর এলাকায় ঘোড়াধরা পার্ক সর্বজনিন দুর্গা পুজা এবং পুরাতন ঝাড়গ্রাম সর্বজনিন দুর্গা পুজা মুখ্যমন্ত্রীর হাত ধরে ভার্চুয়ালি উদ্বোধন হয়।এদিন জেলার এই সব পুজা কমিটির সদস্যরা সকাল থেকেই তাদের মন্ডপ গুলি প্রস্তুত করতে শুরু করে। মন্ডপ গুলির ভেতরে ও বাইরে বড় স্ক্রিনের এলইডি টিভি লাগানো হয়েছিল। যাতে মানুষ জন পুরো উদ্বোধন অনুষ্ঠান দেখতে পারেন।

এদিন পুরাতন ঝাড়গ্রাম সর্বজনিন দুর্গা পুজার মন্ডপে ছিলেন রাজ্য বনদফতরের রাষ্ট্র মন্ত্রী, স্বনিযুক্তি ও স্বনির্ভর গোষ্ঠীর স্বাধীন দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী বীরবাহা হাঁসদা।

অন্যদিকে, ডুমিরিয়া সর্বজনিন দুর্গা পুজার মন্ডপে ছিলেন বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা। জামবনি ব্লকের ডুমুরিয়া সর্বজনিন দুর্গা পুজা কমিটির সম্পাদক সানি মাইতি বলেন " রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যন্ত এই গ্রামের পুজার উদ্বোধন করলেন।এতে পুজা কমিটির সদস্য সহ গ্রামের মানুষেরা খুবই আনন্দিত। আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মুখ্যমন্ত্রীকে। "


You might also like!