kolkata

10 months ago

IT Raid: ভোটের মুখে ১২ জায়গায় আয়কর হানা, উদ্ধার কোটি টাকা!

Income Tax Department (File Picture)
Income Tax Department (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভোটের মুখে শহরে ফের আয়কর হানা। উদ্ধার বিপুল নগদ। বুধবার রাত থেকে শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন আধিকারিকেরা। বৃহস্পতিবার সকালে তিনটি বিজ্ঞাপন সংস্থার অফিস ও বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় হিসাব বর্হিভূত টাকা। যা নিয়ে চাঞ্চল্য় এলাকায়। জানা গিয়েছে, আয়কর আধিকারিকের সঙ্গে রয়েছে ইডির কর্তারাও।

শহরের ৩ টি বিজ্ঞাপন সংস্থায় অভিযান চালিয়ে বিপুল টাকা উদ্ধার করেছে আয়কর দপ্তর। চত্বরের একটি বিজ্ঞাপন সংস্থার অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় প্রায় ৫০ লক্ষ টাকা। এছাড়াও বাকি দুটি সংস্থায় তল্লাশিতে উদ্ধার হয়েছে ৫০ লক্ষ। একসঙ্গে ১২টি জায়গায় অভিযান চালাচ্ছে আয়কর দপ্তরের আধিকারিকরা।


You might also like!