কলকাতা, ৩০ সেপ্টেম্বর : পুজোর অনুদান নিতে হলে মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতে হবে। এমনই হুঁশিয়ারি দিলেন ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী। বিধায়ক বলেন, ছবি টাঙানোয় আপত্তি থাকলে পুজোর অনুদান নেবেন না। আর এর জেরেই সমালোচনার ঝড় রাজনৈতিক মহলে।
এর আগেও বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী। কিন্তু সরকারি অনুষ্ঠানে উপস্থিত হয়ে কি এমন হুঁশিয়ারি দিতে পারেন একজন জনপ্রতিনিধি! উঠেছে সেই প্রশ্ন।