kolkata

4 weeks ago

Suvendu Adhikari: কথা দিচ্ছি ১৫মাস পরেই মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করবো : শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ওরা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করতে চায় , এদের রুখতে হবে বলে উপস্থিত জনতাকে সাবধান করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

 তালডাংরা উপনির্বাচন উপলক্ষে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন কথা দিচ্ছি পনেরো মাস পরে মুখ্যমন্ত্রীকে প্রাক্তন বানিয়ে ছাড়বো।আমি শুভেন্দু অধিকারী যা বলি তাই করি।এদিন আগাগোড়া তৃণমূলকে কড়া সমালোচনা করে বলেন এই রাজ্যে এখন আর মা বোন বেটি কেউ সুরক্ষিত নয়। আর জি কর কান্ড থেকে সদ্য ঘটে যাওয়া কালনার ছাত্রীর মৃত্যুর ঘটনা উল্লেখ করে তিনি বলেন আর জি কর কান্ডের বদলা নেবেন না আপনারা?

তৃণমূলের প্রচারে আসা শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় এর কীর্তি, বান্ধবী অর্পিতা সহ জেল হাজতবাস, বীরভূমের কেষ্টর চড়াম চড়াম হুঙ্কার আজ নরম হয়ে গেছে বলে উল্লেখ করে তিনি বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তীর নাম উল্লেখ না করে ইঙ্গিতে তাকে কয়লা চক্রবর্তী বলে উল্লেখ করে। বলেন এক সময় বাঁকুড়ার ১২৮টি অবৈধ কয়লা খাদান থেকে পাঁচ লক্ষ করে টাকা নিয়ে সামনে পিছনে পুলিশ পাহারা নিয়ে বিনয় মিশ্র সেই টাকা ভাইপোর কাছে পৌঁছে দিত।আজ সেই বিনয় দিল্লি জেলে।অরূপ চক্রবর্তীকে উদ্দেশ্য করে তিনি বলেন জেলে যাওয়ার জন্য ব্যাগ গোছান, কেন্দ্রীয় পুলিশ বাহিনী এসে লুকিয়ে রাখা টাকা পাতাল থেকেও টেনে বের করবে।

সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার এর ঘটনা উল্লেখ করে তিনি বলেন এই বাংলাকে ও বাংলাদেশ বানাতে চায়, দূর্গাপূজার সময় ঘটে যাওয়া ঘটনা, কালীপূজার কলকাতার বুকে ঘটে যাওয়া ঘটনায় উল্লেখ করেন তিনি।

লোকসভায় বিজেপি প্রার্থী রেখা পাত্র সম্পর্কে ফিরহাদ হাকিমের মন্তব্য "হেরো মাল " এর কথা তুলে তিনি বলেন ওটা তৃণমূলের কালচার, আমিও তো মাননীয়াকে নন্দীগ্রামে হারিয়েছি তা হলে তাকেও কি ওই ভাষায় সম্বোধন করবো।কিন্তু না আমরা ভদ্র বাড়ির সন্তান ,আমরা সনাতনী আমাদের মুখে এই ভাষা বেরোবে না।

You might also like!