kolkata 6 months ago

Kolkata : বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার বিপুল সোনা, গাড়ির চালক-সহ ধৃত ৪

Huge gold recovered from car in belgharia

 

কলকাতা, ২৩ সেপ্টেম্বর : বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ওপর একটি গাড়ি আটক করার পর সেই গাড়ি থেকে বিপুল পরিমানে সোনা উদ্ধার করল পুলিশ। উদ্ধার হয়েছে ৫৫ কোটি টাকার সোনা।

পুলিশ সূত্রে খবর, একটি মারুতি অল্টো গাড়িতে করে প্রায় ১১ কেজি ওজনের সোনা নিয়ে যাওয়া হচ্ছিল। শুক্রবার ভোর চারটে নাগাদ বেলঘরিয়া পুলিশ গাড়িটিকে আটক করে। তার পর গাড়িতে তল্লাশি চালিয়ে ওই বিপুল পরিমাণ সোনা উদ্ধার করা হয়।

এই ঘটনায় গাড়ির চালক-সহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই সোনা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তার হদিশ পেতে ধৃতদের জেরা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের ডিসি ইএসডি অজয় প্রসাদ। শুক্রবার ভোরে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে টহলদারি চালাচ্ছিল পুলিশের একটি টিম। বারাকপুরের কাছে রাস্তার উপর একটি গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখেই পুলিশের সন্দেহ হয়। এর পর ওই গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১১ কেজি সোনা।


You might also like!