দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ডিভিসি যখন খুশি জল ছেড়ে দেয়, ফলে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। ডিভিসি কতটা জল ছাড়বে, আমায় রোজ রিপোর্ট দিতে হবে। নবান্নে সাংবাদিকদের একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বলেন, ‘‘দুই দিনাজপুরে পরিস্থিতি স্বাভাবিক। এখন থেকে জেলাশাসকের সঙ্গে কথা বলে ব্যবস্থা করতে হবে। হয়তো ডিভিসি যখন তখন জল ছাড়ে। এখন বলে দিয়েছি, না বলে ছাড়া যাবে না।”
মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের খানাকুল, আরামবাগ, গোঘাট, মেদিনীপুর, ঝাড়গ্রাম, ভাসে। মুকুটমণিপুর থেকে জল ছাড়লে বাঁকুড়া ভাসে। দুর্গাপুর ভাসে। ডিভিসি কতটা জল ছাড়বে, আমায় রোজ রিপোর্ট দিতে হবে। একবারে ১০০ শতাংশ ছাড়া যাবে না। যখন দেখছে ৭৫ শতাংশ ভর্তি, তখন থেকে অল্প করে ছাড়লে সমস্যা হয় না। ওরা ড্রেজিং করে না।’’