kolkata

6 months ago

Hilsa fish at hawrah marekct today : বাংলাদেশি ইলিশ কিনতে হাওড়ার বাজারে ভিড় বাজারে

hilsa fish at hawrah marekct today

 

হাওড়া,৬ সেপ্টেম্বর : একেই গত কয়েকদিন ধরেই চলছে বর্ষার মরশুম । বর্ষাকাল মানেই বাঙালির মন করে ইলিশ খেতে । তাই বাজারে হাজির বাংলাদেশি ইলিশ । মঙ্গলবার বাংলাদেশি ইলিশ কিনতে হাওড়ার বাজারে ভিড় ।

পুজোর উপহার হিসাবে ওপার বাংলা থেকে হাজির মাছ৷ ফলে ভোজনরসিক বাঙালির পাতে পুজোর আগেই পড়তে চলেছে বহু কাঙ্খিত ইলিশ৷ বাংলাদেশের ইলিশের স্বাদই আলাদা৷ ফলে এর চাহিদাও প্রচুর৷ ফলে পুজোর অনেকটা আগেই ইলিশ আসায় এবার ব্যবসাও ভালো হওয়ার আশা করছেন ব্যবসায়ীরা৷ এই খবরেই জিভে জল আসবে আপামর বাঙালির৷ পুজোর উপহার হিসাবে ওপার বাংলা থেকে পদ্মার ইলিশ নিয়ে বেশ রমরমা হাওড়ার বাজারে । হাওড়ার বাজারেই ভালোই বিক্রি চলছে ইলিশের ।

You might also like!