kolkata

7 months ago

Heavy rainfall alert in South Bengal : দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

Heavy rainfall alert in South Bengal

 

কলকাতা, ৬ আগস্ট : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। একই সঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে ৪০ থেকে ৬০ কিলোমিটাই বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ৮ থেকে ১১ তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। চলতি মরশুমে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতে ব্যাপক ঘাটতি লক্ষ্য করা গিয়েছে। সেই ঘাটতি অনেকটাই মিটবে বলে মনে করছে আবহাওয়াবিদদের একাংশ। তার সঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে ৪০ থেকে ৬০ কিলোমিটাই বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দিঘা, মন্দারমণি সহ উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। চলতি মরশুমে বৃষ্টিপাতের জন্য চাতক পাখির মতো অপেক্ষা করেছিল দক্ষিণবঙ্গের জেলাগুলি। উত্তরবঙ্গে সময়ের আগে প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে বিলম্বে ঘটেছিল বর্ষার প্রবেশ। পাশাপাশি মৌসুমী বায়ু দুর্বল থাকায় সেভাবে বৃষ্টিপাত পায়নি দক্ষিণবঙ্গের জেলাগুলি। স্বাভাবিকভাবেই বৃষ্টিপাতের ব্যপক ঘাটতি তৈরি হয়- পরিমাণটা ৪৬ শতাংশ। কিন্তু, অবশেষে মিটতে চলেছে সেই ঘাটতি। আগামী সপ্তাহেই রাজ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর।

You might also like!