কলকাতা, ৮ জুন : দক্ষিণবঙ্গে আবারও ফিরছে তাপপ্রবাহ। বাঁকুড়া,ক্ষিণবঙ্গে আবারও ফিরছে তাপপ্রবাহ। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু জায়গায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফলে এই এলাকায় চাঁদিফাটা গরম চলবে। তার প্রভাব থাকবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই। সেই সংক্রান্ত সতর্কতাও জারি করে দিয়েছে আবহাওয়া দফতর।
বর্ষা আসতে এখনও দেরি। তার আগে আরও এক দফা গরমে পুড়তে হতে পারে বঙ্গবাসীকে। গত কয়েক দিন ধরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় আর্দ্রতাজনিত গরম এবং অস্বস্তি চলছে। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হলেও গরম থেকে নিস্তার মেলেনি। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতর জানিয়ে দিল, আগামী কয়েক দিনেও পরিস্থিতি বদলের কোনও আশা নেই।