kolkata

8 months ago

Dilip Ghosh : উনি তো সোজা হয়ে দাঁড়াতে পারেন না', মদনকে কটাক্ষ দিলীপের

Dilip ghosh on  Madan mitra
Dilip ghosh on Madan mitra

 

কলকাতা, ১৯ সেপ্টেম্বর : মদন মিত্র সম্পর্কে ফের তোপ দাগলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। দিলীপবাবু বলেন, "ওই ডায়লগ অনেক শুনেছি। সোজা হয়ে দাঁড়াতে পারেন না। কি দাওয়াই দেবেন? আমাদেরও হাত আছে।" তাঁর এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে।

শুভেন্দু অধিকারীর 'ডোন্ট টাচ মাই বডি' মন্তব্যের রেশ এখনও চলছে রাজ্য রাজনীতিতে। সেই প্রসঙ্গ টেনে মদন মিত্রকে কার্যত হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছিল। রবিবার তিনি বলেছিলেন, "যাঁরা বলছেন ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেল। যদি দলের নির্দেশ আসে ১০ মিনিট লাগবে না। ওসব ঘটি বাটি মুড়িয়ে অন্য জায়গায় ফেরত পাঠিয়ে দেব।" তাঁর এই মন্তব্যে হইচই পড়ে যায়।

এর পরিপ্রেক্ষিতেই এবার তীব্র কটাক্ষ শোনা গেল দিলীপ ঘোষের গলায়। সোমবার নিয়মমাফিক নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে এসে তিনি বলেন, "জিতে গিয়ে গায়ের জোর দেখাচ্ছিলেন। ১৩ তারিখ বুঝে গেছেন। পুলিশ গুণ্ডা সব লাগিয়েছিলেন। বুঝে গিয়েছে বাংলার মুড পালটে গিয়েছে। মানুষ দায়িত্ব দিয়েছে। পালন করুন। নাহলে কান ধরে টেনে মানুষ নামিয়ে দেবে।"


You might also like!