kolkata

1 year ago

New Look of Hawrah Station : হাওড়া স্টেশনের ভোল বদল

hawrah station new look at Kolkata
hawrah station new look at Kolkata

 

কলকাতা,২৮ আগস্ট : আর মাত্র কয়েকদিন পরেই দুর্গা পুজো । পুজোর আগেই ভোল বদলে সেজে উঠেছে শিয়ালদহ স্টেশন । এবার সাজতে চলেছে হাওড়া স্টেশন ।

ইতিমধ্যেই শিয়ালদহ স্টেশনের ভিতরে একাধিক দোকান গড়ে উঠেছে । শিয়ালদহ স্টেশনকে দেখলে শপিং মলের মতোই মনে হয় । তবে, এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে হাওড়া স্টেশনও । শোনা যাচ্ছে, দেশের মোট ৪০টি স্টেশনকে আন্তর্জাতিক বিমানের করা হবে । সেই লিস্টে হাওড়া স্টেশনের নাম রয়েছে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে প্রশাসনের । এক্সিকিউটিভ লাউঞ্জ, ফুড কোর্ট থেকে শপিংমল, গেমিং সেন্টার, এলিভেটেড রোড আর জায়গায় জায়গায় থাকছে চলমান সিঁড়ি । সেই সঙ্গে বিমানবন্দরের মতো প্রস্থান এবং আগমনের পথ আলাদা করা হচ্ছে হাওড়া স্টেশনে ।

You might also like!