kolkata

9 months ago

Gun fire at Park Street today : ভারতীয় জাদুঘরের সামনে ভর সন্ধেয় চলল গুলি, ঘটনায় মৃত ১

Gun fire at Park Street today
Gun fire at Park Street today

 

শনিবার সন্ধেয় ভারতীয় জাদুঘরের আরমার ইনচার্জ অর্থাৎ অস্ত্রাগারের দায়িত্বে থাকা কর্তা এলোপাথারি গুলি ছোঁড়ে। তাঁকে আটকাতে গিয়ে মৃত্যু হয় সিআইএসএফের এএসআইয়ের জখম আরও এক। এদিকে অভিযুক্ত সিআইএসএফ কর্তা পলাতক। জাদুঘরের পাশেই রয়েছে বিধায়কদের হস্টেল। ফলে গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে কিড স্ট্রিট। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, জাদুঘরের আরমার ইনচার্জ সুবীর ঘে অস্ত্রভান্ডার থেকে একটি একে-৪৭ রাইফেল তুলে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। তাকে বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হন সহকর্মী এএসআই রঞ্জিন সারেঙ্গী। জখম হন এক অ্যাসিট্যান্ট কমান্ডারও। দুজনকেই এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে রঞ্জিতকে মৃত বলে ঘোষণা করা হয়। অন্যজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। 

You might also like!