কলকাতা, ১৬ সেপ্টেম্বর : ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, তৃতীয় মাসে মিলাদ উন নবী উদযাপন করা হয়ে থাকে। বিশ্বব্যাপী ধর্মের অনুসারীরা নবীর শিক্ষা ও জীবনকে অনুসরণ করে শ্রদ্ধার সঙ্গে দিনটিকে স্মরণ করে। এই উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি জানান, সৌভ্রাতৃত্ব, বিশ্বশান্তি, ন্যায় ও মানব কল্যাণের পথপ্রদর্শক মহানবী হযরত মুহাম্মদ (সা.) – এর জন্মদিবস ঈদ-এ-মিলাদুন-নবী উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ।