kolkata

6 months ago

Bhupen Hazarika birthday : গুগল ডুডলে ভূপেন হাজারিকার জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য

Google dudle celebreats Bhupen Hazarika birthday

 

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর :ছিয়ানব্বইতম জন্মবার্ষিকীতে প্রয়াত সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকাকে সম্মান জানাল গুগল। বৃহস্পতিবার বিশেষ গ্রাফিক-সহ গায়ক ও সুরকার ভূপেন হাজারিকাকে শ্রদ্ধাঞ্জলি গুগল ডুডলের। সেই গ্রাফিক্স তৈরি করেছেন মুম্বইয়ের এক শিল্পী রুতুজা মালি। অসমীয়া সিনেমা এবং লোকসঙ্গীতকে জনপ্রিয় করার উদ্দেশ্যেই তাঁর কাজকে তুলে ধরা হয়েছে ডুডলে। গুগলের তরফে তাঁকে শুভেচ্ছা জানিয়ে বলা হয়েছে, শুভ জন্মদিন ভূপেন হাজারিকা। আপনার সঙ্গীত অসমের সংস্কৃতিকে আজও সমৃদ্ধ করে।

ভূপেন হাজারিকা ১৯৪৬ সালে বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর পাশ করেন এবং তারপর কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে মাস কমিউনিকেশনে পিএইচডি করেন। তিনি তাঁর পড়াশোনা শেষ করেই ভারতে ফিরে আসেন এবং আবারও তাঁর সঙ্গীতের কাজ শুরু করে দেন। মাত্র ১০ বছর বয়সে তাঁর সঙ্গীত জীবনে তিনি প্রথম গান রেকর্ড করেছিলেন। সঙ্গীতের মাধ্যমে মানুষের গল্প বলা তাঁর গানের বৈশিষ্ট। অসমীয়া সঙ্গীতের পাশাপাশি বাংলা তথা ভারতীয় সঙ্গীতেও তাঁর অবদান অপরিসীম। তাঁর ঝুলিতে আকাদেমি পুরস্কার, দাদাসাহেব ফালকে, পদ্মশ্রী এবং পদ্মভূষণের মতো অনেক মর্যাদাপূর্ণ পুরস্কার রয়েছে। তাঁকে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়।


You might also like!