kolkata 6 months ago

Gold prices fell in a shock over the weekend : সপ্তাহান্তে এক ধাক্কায় দাম কমল সোনার দাম

Gold prices fell in a shock over the weekend

 

কলকাতা, ২৭ আগস্ট : পরপর তিনদিন ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম। শুক্রবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছিল ১৫০ টাকা। তবে গত তিনদিন সোনার দাম সপ্তমে থাকার পর শনিবার দাম কমল সোনার। বিশ্ব বাজারে সোনার দাম সামান্য পড়তেই দেশীয় বাজারেও দাম কমল সোনার। ক্রেতারা শনিবার অনায়াসেই সোনার গয়না কিনতে পারেন। কারণ গত দু’দিন সর্বনিম্ন রইল সোনার দাম। এদিন দাম কমেছে রুপোরও। গত ১২ দিনে সর্বনিম্ন রয়েছে রুপোর দর। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ৩৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ৩৮০ টাকা। সোনার সঙ্গে সঙ্গতি বজায় রেখেছে রুপোও। এদিন ১ কেজি রুপোর দাম কমেছে ৬০০ টাকা।

You might also like!