kolkata 6 months ago

Titagarh Blast : টিটাগড়ে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার চার, ধৃতদের একজন স্কুলেরই প্রাক্তনী

Titagarh Blast

 

বারাকপুর, ১৮ সেপ্টেম্বর : স্কুলে বিস্ফোরণে ঘটনায় চারজনকে গ্রেফতার করল টিটাগড় থানার পুলিশ। শনিবার ক্লাস চলাকালীন টিটাগড় স্টেশন সংলগ্ন একটি স্কুলে বোমা ফেটে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে স্কুলবাড়ি। তীব্র আতঙ্ক ছড়ায় পড়ুয়া থেকে শিক্ষক মহলে। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতার করে পুলিশ। ধৃতরা সকলেই স্থানীয় যুবক। তবে পুলিশ জানিয়েছে, একজন ওই স্কুলেরই প্রাক্তনী। ফলে প্রশ্ন উঠছে, কেন নিজের স্কুলেই বোমাবাজি করে সে? পুরোনো আক্রোশ না কি অন্য কোনও কারণ? উত্তর খুঁজতে তাঁকে আরও জেরা করছে পুলিশ।

গতকাল বিস্ফোরণের জেরে স্কুলের ছাদের একাংশ উড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি। এদিন ঘটনাস্থলে যাওয়ার কথা ফরেন্সিক টিমের। তারা সেখান থেকে নমুনা সংগ্রহ করবে বলে জানিয়েছেন পুলিশ সুপার অলোক বাজোরিয়া। ঘটনার পর থেকেই আতঙ্ক রয়েছেন স্থানীয়রা। সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন তারা। অভিভাবকদের মতো আতঙ্কিত স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও।

You might also like!