kolkata

8 months ago

Partha Chatterjee : আলিপুর আদালতে তোলা হল প্রাক্তন মন্ত্রী পার্থকে

Partha Chatterjee
Partha Chatterjee

 

কলকাতা, ২১ সেপ্টেম্বর : পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ইডির চার্জশিটকে সামনে রেখে চলবে সিবিআই তদন্ত। এই লক্ষ্যে প্রাক্তন মন্ত্রীকে বুধবার তোলা হল আদালতে।

এদিন নিজাম প্যালেস থেকে পার্থবাবুকে নিয়ে বের হন সিবিআই আধিকারিক ও আইনজীবীরা। সূত্রে খবর, ফের পার্থবাবুকে হেফাজতে নেওয়ার চেষ্টা করবেন তদন্তকারীরা। তাঁর দু'টি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ৪৯.৮০ কোটি টাকা এবং পাঁচ কোটি টাকারও বেশি মূল্যের সোনার গয়নার মালিক আসলে পার্থ চট্টোপাধ্যায়৷ ইডি-র জেরায় এ কথা স্বীকার করে নিয়ে রাজসাক্ষী হতেও তৈরি অর্পিতা মুখোপাধ্যায়৷ এসএসসি দুর্নীতি কাণ্ডে চার্জশিট জমা দিয়ে এমনই দাবি করেছে ইডি৷ ১৫২ পাতার চার্জশিটের ৭৪ নম্বর পাতায় অর্পিতার এই স্বীকারোক্তির কথা জানিয়েছে ইডি৷

চার্জশিটে ইডি দাবি করেছে, নিজের এবং নিজের পরিবারের নিরাপত্তার কথা ভেবেই প্রথমে টাকার মালিকানা নিয়ে সত্যিটা বলতে ভয় পেয়েছিলেন অর্পিতা৷ কিন্তু গত ৪ অগাস্ট ইডি-র জিজ্ঞাসাবাদের সময় তিনি জানান, ওই টাকা এবং সোনার গয়নার মালিক পার্থ চট্টোপাধ্যায়ই৷ এই স্বীকারোক্তির জন্য যাতে তাঁর প্রতি নরম মনোভাব নেওয়া হয়, আদালতের কাছে অর্পিতা সেই আর্জিও জানাতে চান বলে চার্জশিটে উল্লেখ করেছে ইডি৷

সিবিআইয়ের এক আধিকারিক বুধবার জানান, ইডি-র চার্জশিটে এমন সব তথ্য আছে যেগুলোর আরও বিস্তারিত তথ্য সংগ্রহ প্রয়োজন। এই কারণে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে হেফাজতে নেওয়া দরকার৷


You might also like!