কলকাতা, ২৯ সেপ্টেম্বর : রাজ্য সরকার আবাসন শিল্পকে চাঙ্গা করতে ফ্ল্যাট বাড়ির কেনাবেচায় স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিল ২০২১ সালের জুলাই থেকে। সেই ছাড়ের মেয়াদ ফের বাড়িয়ে দিল রাজ্য সরকার। আপাতত ওই মেয়াদ বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হল। ওই ছাড়ের মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ছিল।
নবান্ন সূত্রে বৃহস্পতিবার জানা যায়, আর এবার শুধু স্ট্যাম্প ডিউটিই নয়, সরকার নির্ধারিত দাম বা সার্কেল রেটেও ১০ শতাংশ ছাড়ের মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। অতিমারির কারণে গত ২ বছরে ফ্ল্যাট কেনা বেচায় বেশ বড় মাপের ধাক্কা এসেছিল। সার্বিকভাবে আবাসন শিল্পের অবস্থা বেশ খানিকটা সঙ্কটের মুখে পড়ে গিয়েছিল।সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্যাম্প ডিউটি ও সার্কেল রেটে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেন।