kolkata 6 months ago

Firhad Hakim express anger against ED : গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়িতে ইডি-র হানা, ক্ষোভ ফিরহাদের

Firhad Hakim express anger against ED

 

কলকাতা, ১০ সেপ্টেম্বর : গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়িতে ইডি-র হানায় ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, “আমি বুঝতে পারছি না কেন্দ্রীয় সরকার কী চাইছে? দেশ চালাতে না রামগড় করতে? রাজ্যকে কি বানাতে চাইছে বিজেপি? একটা ভয়ের পরিবেশ এটা। যারা বিরোধী রাজনীতি করে তাদের। ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে। প্রায় ১৪ হাজার ব্যবসাদার ভারত ছেড়ে অন্য দেশে চলে গিয়েছে। তারা নুতন শিল্প শুরু করতে ভয় পাচ্ছে। শুধু দু’জন ব্যবসাদার ভারতে থাকবে? সবাইকে নিয়ে বাড়তে হবে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শ্রমিক, প্রত্যেকটা ব্যবসাদার সবাইকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে হবে। ভয় দেখিয়ে, চমকে, ধমকে এটা হবে না।“ প্রসঙ্গত, গার্ডেনরিচে পরিবহণ ব্যবসায়ী নিসার খানের বাড়ি থেকে শনিবার বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকেরা। নিসারের দোতলা বাড়ির খাটের তলা থেকে প্লাস্টিকের থলিতে মোড়া ৫০০ ও ২০০০ হাজারের নোটের বান্ডিল উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। টাকা গোনার জন্য আনা হয় টাকা যন্ত্র।

You might also like!