kolkata

1 year ago

Kolkata : স্কুল বাসে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক এবং সঙ্গী

Fire at School Bus
Fire at School Bus

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  সোমবার দুপুর সওয়া ১টা নাগাদ মাঝেরহাট উড়ালপুলের উপর জোকা দিল্লি পাবলিক স্কুলের একটি স্কুল বাসে আগুন ধরে যায়, অনুমান করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই ওই আগুন। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন চালক এবং তাঁর সঙ্গী 

উড়ালপুলের উপরেই দাউদাউ করে আগুন ধরে যায় বাসটিতে। বেগতিক দেখে বাস দাঁড় করিয়ে দেন চালক। কোনও মতে তিনি এবং কন্ডাক্টর বাস থেকে নেমে পড়েন। চার দিক ধোঁয়ায় ঢেকে যায়। দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।


You might also like!