kolkata

7 months ago

fire in plywood factory : অশোকনগরে প্লাইউড কারখানায় বিধ্বংসী আগুন, লক্ষাধিক টাকা ক্ষতির আশঙ্কা

fire in plywood factory in Ashoknagar

 

কলকাতা, ২৫ আগস্ট  : উত্তর ২৪ পরগনার অশোকনগরে প্লাইউড কারখানায় বুধবার বেশি রাতে বিধ্বংসী আগুন হয়। লক্ষাধিক টাকা ক্ষতির আশঙ্কা।

স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ অশোকনগরের বালিশা রাজীবপুর এলাকায় প্লাইউড কারখানায় আগুন লাগে। তবে, হতাহতের কোনও খবর নেই। দমকলের ২টি ইঞ্জিনের ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানার দুই মালিকের সন্ধান চালাচ্ছে পুলিশ। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। বৃহস্পতিবার সকালেও ঘটনাস্থলে তদন্ত চলে।


You might also like!