kolkata

1 week ago

Howrah : হাওড়ার ফোরশোর রোডে জুটমিলের গুদামে আগুন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

A fire broke out in the warehouse of Jutmill on Foreshore Road, Howrah
A fire broke out in the warehouse of Jutmill on Foreshore Road, Howrah

 

হাওড়া, ২০ নভেম্বর : হাওড়ার ফোরশোর রোডে অবস্থিত একটি জুটমিলের গুদামে আগুন লেগে এলাকায় আতঙ্ক ছড়াল। সোমবার ভোরে ফোরশোর রোডের বিজয়শ্রী জুটমিলে আগুন লাগে। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। জুটমিলটিতে প্রচুর পরিমাণ পাট মজুত করে রাখা ছিল। সেই পাট জ্বলে গিয়ে আগুন আরও ছড়িয়ে পড়ে। পুড়ে ছাই হয়ে যায় মজুত থাকা পাট। অগ্নিকাণ্ডে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে আগুন নিভিয়ে। দমকলের তরফে জানা গিয়েছে, ভোর পৌনে ৫টা নাগাদ আগুন লাগে, প্রচুর পরিমাণে পাট মজুত থাকায় দাউদাউ করে জ্বলতে থাকে গুদাম। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। আতঙ্ক ছড়ায় পার্শ্ববর্তী এলাকায়। দমকলের ৩টি ইঞ্জিন ঘণ্টাদেড়েক লড়াই চালায়। তারপর আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ জানিয়েছে, কী কারণে আগুন লেগেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। জুটমিলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।


You might also like!