কলকাতা, ৩ সেপ্টেম্বর : নিজাম প্যালেসের ৬-তলায় অগ্নিকাণ্ড! মঙ্গলবার সকালে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৩টি ইঞ্জিন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এদিন সকাল ১০টা নাগাদ নিজাম প্যালেসের কর্মী আবাসনের ৬ -তলার ১টি ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। সেখানে একটি টিভিতে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে জানা গিয়েছে। আগুন ছড়িয়ে পড়ে পাশে রাখা কাপড়ের স্তূপে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছন সিপিডাব্লিউডি-র কর্মীরা। তাঁরাই আগুন নিভিয়ে ফেলেন। এর পর সেখানে পৌঁছয় দমকল। তারাও আগুন নেভানোয় হাত লাগায়। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।