kolkata

3 weeks ago

Weather Forcast: দক্ষিণবঙ্গে অবশেষে পারদ-পতন, শীতের আমেজ অনুভূত গ্রাম বাংলায়

Finally mercury falls in South Bengal, the feel of winter is felt in the villages of Bengal
Finally mercury falls in South Bengal, the feel of winter is felt in the villages of Bengal

 

কলকাতা, ১৫ নভেম্বর : নভেম্বর মাসের মাঝামাঝি হয়ে গেল, জাঁকিয়ে শীত এখনও দূরেই। গ্রাম বাংলায় ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হলেও, কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে শীতের আমেজ সেভাবে নেই। আবহাওয়া মূলত শুষ্কই রয়েছে। তবে, শুক্রবার একধাক্কায় বেশ কিছুটা পারদ-পতন হয়েছে। তাপমাত্রার পারদ নামার পূর্বাভাসও দিয়েছে অলিপুর আবহাওয়া দফতর।

পূর্বাভাস অনুযায়ী, শুক্রবারের পর থেকেই তাপমাত্রা কমতে থাকবে। বিশেষ করে রাতের তাপমাত্রা কমবে। দক্ষিণ ও উত্তর দুই বঙ্গেই শীতের আমেজ অনুভূত হবে। যদিও, উত্তরবঙ্গের পাহাড়ঘেঁষা জেলাগুলিতে ইতিমধ্যেই ঠান্ডা রয়েছে। এবার সমতলেও মিলবে শীতের পরশ। তার আগে শুক্রবারও কলকাতার সর্বনিম্ন থাকল স্বাভাবিকের ঊর্ধ্বেই। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি বেশি। তবে, বৃহস্পতিবারের তুলনায় এদিন তাপমাত্রা অনেকটাই কমেছে।

You might also like!