kolkata

6 months ago

Tala Bridge : মেলেনি চূড়ান্ত রিপোর্ট, কথামত ২৪শে খুলছে না টালা ব্রিজ

Tala Bridge

 

কলকাতা, ১৬ সেপ্টেম্বর  : পিছিয়ে গেল টালা ব্রিজ উদ্বোধনের সময়। উত্তর কলকাতার সংযোগকারী নতুন ব্রিজটি আগামী ২৪ তারিখ চালু হওয়ার কথা ছিল। কিন্তু চূড়ান্ত রিপোর্ট না মেলায় রাজ্য সরকার ঝুঁকি নিয়ে তা চালু করতে চায় না।

তবে রাজ্য সরকারের আশা, আশ্বাসমত পুজোর আগেই খুলে দেওয়া হবে টালা ব্রিজ। তাই এ কারণে ধরে রাখা হচ্ছে ২৯ সেপ্টেম্বর দিনটি। শুক্রবার একথা জানালেন কলকাতার মেয়র তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। আইআইটি, খড়গপুরের ইঞ্জিনিয়ারদের তরফে এখনও চূড়ান্ত রিপোর্ট মেলেনি বলে সরকারি সূত্রে খবর। তা হাতে পেতে ২৭ কিংবা ২৮ তারিখ হবে। সেই রিপোর্ট দেখেই ২৯ তারিখ টালা ব্রিজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেবে সরকার। শুক্রবার এমনই জানালেন মন্ত্রী ফিরহাদ হাকিম।

নতুন টালা ব্রিজ তৈরির পর বিশেষজ্ঞ কমিটি তা পরীক্ষানিরীক্ষা করে চূড়ান্ত রিপোর্ট দেওয়ার পরই ব্রিজে যান চলাচল চালু হওয়ার কথা। কাজ শেষের পর প্রশাসনের দাবি ছিল, মহালয়ার আগে ব্রিজটি চালু করে দেওয়া সম্ভব হবে। মেয়র জানান, প্রথমদিকে শুধু হালকা গাড়িই চলবে টালা ব্রিজে। তারপর পরিস্থিতি বুঝে ভারী গাড়ি চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে।


You might also like!