kolkata 6 months ago

Family lost consciousness during ED operation : ইডির অভিযানের মধ্যেই জ্ঞান হারালেন অভিযুক্তর পরিবারের মহিলা

Family lost consciousness during ED operation

 

কলকাতা, ১০ সেপ্টেম্বর : শনিবার সাতসকালে বাড়িতে হানা দিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আধিকারিকরা। গোটা বাড়ি ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনী। সময় যত গড়ায়, ততই ইডির তৎপরতা বাড়ে। ঘর থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়। খবর পেয়ে ভিড় জমায় সংবাদমাধ্যম, কৌতূহুলিরা। এই গোটা পরিস্থিতি দেখে ইডির অভিযানের মধ্যেই জ্ঞান হারালেন এক মহিলা। স্থানীয় সূত্রে দাবি, ওই মহিলা গার্ডেনরিচের ব্যবসায়ীর পরিবারের সদস্য। সকাল গড়িয়ে তখন দুপুর। শনিবার গার্ডেরনরিচে ব্যবসায়ী আমির খানের বাড়ি থেকে অন্তত সাত কোটি নগদ টাকা উদ্ধার করা হয়। টাকার অঙ্ক আরও বাড়তে পারে, এই সম্ভাবনা দেখেই ওই ব্যবসায়ীর বাড়িতে আনা হয় টাকা গোনার যন্ত্র। এমন সময়ই নিজের বাড়ির এই পরিবেশ দেখে ঘাবড়ে যান ওই মহিলা। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করা হয়। খানিকটা সুস্থ বোধ করার পর তাঁকে বাড়ির মধ্যে নিয়ে যাওয়া হয়। ইডির তৎপরতা, টাকা উদ্ধার— এই পরিস্থিতিতেই ওই মহিলা অসুস্থ হয়ে পড়েন বলে খবর। ইডির তরফে জানানো হয়েছে, আমিরের দোতলার বাড়ি থেকে সাত কোটিরও বেশি টাকা পাওয়া দিয়েছে। দোতলা বাড়ির একটি ঘরের খাটের তলায় অসংখ্য প্লাস্টিকের থলিতে ভরা ছিল থরে থরে নোটের বান্ডিল। তাতে ৫০০ এবং ২০০০ টাকার নোট রাখা ছিল।

You might also like!