kolkata 6 months ago

Fake Mobile gaming app : মানুষের লোভকে উস্কে দিয়েই চলত মোবাইল গেমিং অ্যাপ

Fake Mobile gaming app

 

কলকাতা, ১০ সেপ্টেম্বর : মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকার প্রতারণার চক্রের হদিশ মিলল কলকাতায়! অভিযোগ, সাধারণ মানুষের থেকে টাকা তুলে তা নিয়ে নয়ছয় হত। গার্ডেনরিচ প্রতারণা মামলায় তল্লাশি অভিযানে নেমে কার্যত চক্ষু চড়কগাছ ইডি আধিকারিকদের। শনিবার সকাল থেকে তল্লাশি চালিয়ে ব্যাবসায়ী আমির খানের বাড়ি থেকে উদ্ধার হয়েছে সাত কোটিরও বেশি টাকা। আরও বিপুল পরিমাণ ধনরাশি উদ্ধারের সম্ভাবনা রয়েছে। কী ভাবে এই গেমিং অ্যাপের মাধ্যমে প্রতারণা চলত? ইডি-র তরফে জানানো হয়েছে, 'ই-নাগেটস' নামে একটি চিনা মোবাইল গেমিং অ্যাপ শুরু করেছিলেন গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খান। এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষকে ফাঁসাতেন বলে অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, প্রথমে কমিশনের টোপ ফেলে এই অ্যাপের ব্যবহারকারীদের থেকে টাকা তোলা হত। প্রাথমিক পর্যায়ে বেশ কিছু টাকা জিতে তা অ্যাপের মাধ্যমে তুলতে পেরেছিলেন ব্যবহারকারীরা। এরপরই ঘটে বিপত্তি। বাড়তি কমিশনের লোভ দেখিয়ে অ্যাপ ব্যবহারকারীদের থেকে বিপুল অঙ্কের টাকা তোলার অভিযোগ ওঠে আমির খানের বিরুদ্ধে। কিন্তু, এরপরই কমিশন দেওয়ার বদলে অ্যাপের পরিষেবা থমকে দেন তিনি। ফলে যারা বিনিয়োগ করেছিলেন, তারা কমিশনের টাকা তুলতে ব্যর্থ হন। ‘সিস্টেম অ্যাপগ্রেডেশন’-এর নাম করে আমির খানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে। এখানেই শেষ নয়, অভিযোগ উঠেছে, অ্যাপ ব্যবহারকারীদের প্রোফাইলের তথ্যও ফাঁস করে দিতেন আমির খান।

You might also like!