কামারহাটি, ১৪ আগস্ট : একে একে দলের প্রথম সারির নেতাদের গ্রেফতারে আরও বেলাগাম হচ্ছেন তৃণমূল নেতারা । বিরোধীদের নিশানা করতে গিয়ে এবার বিতর্কিত মন্তব্য করে বসলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। রবিবার তিনি বলেন, ‘সমালোচকদের গায়ের চামড়া দিয়ে বানানো হবে জুতো।’
পার্থ চট্টোপাধ্যায়। তার পর অনুব্রত মণ্ডল। দলের দুই হেভিওয়েট নেতার গ্রেফতারি কিছুটা চাপে রাজ্যের শাসকদল। ইডি-সিবিআইয়ের নিরপেক্ষতাও নিয়ে প্রশ্ন তুলে পথে নেমেছে শাসকদল। বিজেপি সহ বিরোধীদের পাল্টা আক্রমণ শানাচ্ছে জোড়াফুল শিবিরও। বিরোধীদের নিশানা করতে গিয়ে এবার বিতর্কিত মন্তব্য করে বসলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। রবিবার উত্তর ২৪ পরগনার কামারহাটিতে এক দলীয় কর্মসূচি বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের এই বর্ষীয়ান সাংসদ বলেন, ‘যাঁরা আমাদের বেশি নিন্দা করছেন, এরপর আমি বলব, তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে জুতো বানানো হবে।’ তাঁর এই মন্তব্যের পর শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। কড়া ভাষায় পালটা প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতৃত্ব।