kolkata 5 months ago

প্রাক্তন মন্ত্রীর জামাইকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ ইডির

Partha Chatterjee ssc scam

 

কলকাতা, ২৭ সেপ্টেম্বর : শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন পদাধিকারী পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করল ইডি। সোমবার রাতেই তিনি সিজিও কমপ্লেক্স ছাড়েন। তবে, তাঁর কাছ থেকে প্রাপ্ত তথ্য মঙ্গলবার তদন্তকারীরা বিশ্লেষণ করছেন।

সূত্রের খবর, সোমবার প্রায় সাত ঘণ্টা ধরে পার্থ-জামাতা কল্যাণময় ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা। তাঁর কাছ থেকে একাধিক বিষয়ে জানতে চায় তদন্তকারী সংস্থা।বিদেশ থেকে ফেরার পরই তাঁকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই মতো সোমবার তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (যেখানে ইডির দফতর) যানপার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। সূত্রের খবর, টানা জিজ্ঞাসাবাদের পর সোমবার রাতেই ইডি দফতর থেকে বেরোন পার্থ-জামাতা।

নিয়োগ দুর্নীতি-কাণ্ডে গত ২৩ জুলাই গ্রেফতার করা হয়েছিল পার্থকে। তার পর থেকে বিদেশে কর্মরত কল্যাণময় ও পার্থ-কন্যা সোহিনী চট্টোপাধ্যায়কে একাধিক বার ই-মেল করে তলব করেছিল তদন্তকারী সংস্থা। কিন্তু সে সময় হাজিরা দেননি তাঁরা। সম্প্রতি বিদেশ থেকে ফিরে ইডির সঙ্গে কল্যাণময় যোগাযোগ করেন বলে জানা যায়। তার পরই তাঁকে তলব করা হয়। সূত্রের খবর, সোমবার প্রায় সাত ঘণ্টা ধরে কল্যাণময়কে জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা।


You might also like!