দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তলব না করা সত্ত্বে ইডি দপ্তরে হাজির হলেন টিটাগড় পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী।ম্লান মুখে সল্টলেকের ইডি দপ্তর থেকে বেরলেন তিনি। তলব না করা সত্ত্বেও কেন ইডি দপ্তরে গেলেন তিনি, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। প্রাক্তন চেয়ারম্যানের অবশ্য দাবি, আবার কবে তলব করা হবে, সেই দিনক্ষণ জানতেই নাকি সিজিও কমপ্লেক্সে যান তিনি।
তাঁকে ইডি তলব করেনি বলেই দাবি প্রাক্তন পুর চেয়ারম্যানের। তলব না করা সত্ত্বেও কেন সিজিও কমপ্লেক্সে পুর চেয়ারম্যান? বলেন, “আমি এসেছিলাম জানতে যে ওঁরা কবে আসবেন। যিনি আইও তাঁর কাছে জানতে এসেছিলাম কবে আমাকে আবার আসতে হবে। বললেন পরে ফোন করে জানাবে।” পুরনিয়োগ দুর্নীতি মামলায় এর আগে গত ৭ এবং ৮ নভেম্বর তাঁকে তলব করে ইডি। ওই দুদিন ইডি দপ্তরে হাজিরাও দেন তাঁরা।
জিজ্ঞাসাবাদের আগে প্রাক্তন পুর চেয়ারম্যানের বাড়িতে তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেই সময় তাঁর দুটি মোবাইল বাজেয়াপ্ত করে ইডি। সে বিষয়ে এদিন মুখ খোলেন প্রাক্তন পুর চেয়ারম্যান। তিনি জানান, “যে মোবাইলগুলি নিয়েছিল সেগুলি আমার সামনে খোলা হয়েছে। আবার সিল করা হয়েছে।” নথি দিতেই কেবলমাত্র ইডি দপ্তরে আসতে হচ্ছে বলেও জানান প্রশান্ত চৌধুরী। তবে প্রাক্তন পুর চেয়ারম্যানের দাবি ঘিরে ক্রমশ দানা বাঁধছে রহস্য। পুরনিয়োগ দুর্নীতি নিয়ে শোরগোলের মাঝে প্রাক্তন পুর চেয়ারম্যানের আচরণ যথেষ্ট সন্দেহজনক বলেই মনে করা হচ্ছে।