কলকাতা, ২১ সেপ্টেম্বর : কলকাতা-সহ রাজ্যের বেশ কয়েকটি কলেজে স্নাতকস্তরের পাঠ্যক্রমে আসন ভরেনি। পুনরায় আবেদন নেওয়ার জন্য পোর্টাল খুলতে রাজ্যের উচ্চ শিক্ষা বিভাগের অনুমতি চাওয়া হয়েছে। এমনকি গণিত, রসায়ন এবং পদার্থবিদ্যার মত বিজ্ঞানের বিষয়ে এখনও বেশ কয়েকটি আসন খালি রয়েছে৷ খালি রয়েছে
অর্থনীতির মত ঐতিহ্যগতভাবে দামি বিভাগেও কিছু কলেজে অনেক আসন । বিজ্ঞান বিষয়ের প্রতি আগ্রহ এখন কয়েক বছর ধরে হ্রাস পাচ্ছে। আরও ভাল চাকরির সম্ভাবনায় শিক্ষার্থীরা বিকল্প পাঠ্যক্রম পছন্দ করছে। তবে এই বছর চাহিদা মাত্রাতিরিক্ত কম বলে মনে হচ্ছে। এই অবস্থার মধ্যেই পশ্চিমবঙ্গের কলেজগুলোয় সোমবার থেকে স্নাতকস্তরে প্রথম বর্ষে ক্লাশ শুরু হয়েছে।
শহরের বেশ কয়েকটি কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, বিজ্ঞান বিষয়ে তাঁদের ৫০ থেকে ৬০ শতাংশ আসন এখনও পূরণ হয়নি। সুরেন্দ্রনাথ কলেজ, বঙ্গবাসী কলেজ, বিদ্যাসাগর কলেজ এবং নিউ আলিপুর কলেজে ৫০% এরও বেশি বিজ্ঞানের আসন খালি পড়ে আছে। এই শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তির জন্য ভর্তি পোর্টাল পুনরায় খোলার জন্য উচ্চ শিক্ষা বিভাগের কাছে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে দ্বিতীয় পর্বে আসনে ভর্তির জন্য।