kolkata

1 year ago

Esplande Khidirour tram : পুজোর আগে এসপ্লানেড-খিদিরপুর রুটে পুনরায় ট্রাম চালু হওয়া নিয়ে সংশয়

Esplande Khidirour tram problem today at Kolkata
Esplande Khidirour tram problem today at Kolkata

 

কলকাতা,২৮ আগস্ট : কলকাতা শহরের অন্যতম ঐতিহ্য ট্রাম । কিন্তু বর্তমানে সেই ট্রামই বিসর্জনের পথে। বন্ধ হয়ে গিয়েছে এসপ্লানেড-খিদিরপুর রুটে ট্রাম । শোনা যাচ্ছিল ফের চালু হতে পারে ট্রাম পরিষেবা । কিন্তু সেই ভাবনাই সার । পুজোর সময় এসপ্লানেড-খিদিরপুর রুটে ট্রাম চালু নিয়ে ফের সংশয় ।

৩৬ নম্বর ট্রাম রুট আমফানে ব্যাপক ক্ষতিগ্রস্থ হওয়ার জেরে প্রায় দু''বছর ধরে বন্ধ ট্রাম রুট । ট্রাম প্রেমীদের চাপের মুখে ট্রাম পুনরায় চালু করার আশ্বাস পরিবহণ দফতরের তরফে দেওয়া হলেও পুজোর আগে এই রুট আদৌও চালু হবে কিনা সেই নিয়ে সংশয় বাড়ছে । আর এর ফলে ক্ষোভ বাড়ছে ট্রাম প্রেমীদের । ফের ট্রাম চালুর দাবি জানিয়ে রবিবার পথে হাজির হয় বেশ কিছু ট্রাম প্রেমী । এসপ্লানেড-খিদিরপুর এলাকায় ট্রাম ফের চালানোর দাবি জানায় তারা

You might also like!