kolkata 6 months ago

Dhramendra Pradhan : রাজ্যে এলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, পুজো দিলেন দক্ষিণেশ্বর মন্দিরে

Education Minister today in Kolkata

 

কলকাতা, ২৩ সেপ্টেম্বর : শুক্রবার পশ্চিমবঙ্গে এলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সকালে কলকাতায় পৌঁছে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সোজা দক্ষিণেশ্বর কালী মন্দিরে প্রার্থনা করতে যান তিনি।

তাঁর সফরকে কেন্দ্র করে নগরীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দক্ষিণেশ্বর মন্দিরের চারপাশে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছানোর পর ধর্মেন্দ্র প্রধান প্রথমে পুরোহিতদের সঙ্গে দেখা করেন। তার পর পুজো করেছেন। এখানে তিনি গণমাধ্যমের সঙ্গে খুব একটা কথা বলেননি। যাইহোক, কলকাতায় পৌঁছে তিনি বলেছিলেন যে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে দেওয়া হয়েছে এবং গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে দেওয়া হচ্ছে। তিনি বলেন, বিজেপি রাজ্যে গণতন্ত্র হত্যার বিরুদ্ধে লাগাতার আন্দোলন করবে।


You might also like!