কলকাতা, ১৯ সেপ্টেম্বর : স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি-র নিয়োগে দুর্নীতি-কাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন পদাধিকারী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট পেশ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার ইডির বিশেষ আদালতে চার্জশিট পেশ করা হবে। পার্থ ও অর্পিতা ছাড়াও চার্জশিটে আরও কয়েক জনের নাম থাকতে পারে ইডি সূত্রে খবর।
পাশাপাশি গত কয়েকদিন ধরে এই মামলায় অন্যান্য অভিযুক্তদের যে সব জবানবন্দি রেকর্ড করা হয়েছে সেগুলিও আদালতের কাছে জমা দেওয়া হবে। প্রসঙ্গত, গত ২২ জুলাই শুক্রবার, নিয়োগ দুর্নীতি-কাণ্ডে দক্ষিণের নাকতলায় পার্থের বাড়িতে হানা দেয় ইডি। তারপর টানা জিজ্ঞাসাবাদের শেষে সেদিন গভীর রাতে (তারিখ অনুযায়ী ২৩ জুলাই, শনিবার) পার্থকে গ্রেফতার করা হয়। প্রাক্তন মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ চলাকালীনই তাঁর ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত অর্পিতার টালিগঞ্জের আবাসনে হানা দেয় তদন্তকারী সংস্থা। ওই ফ্ল্যাট থেকে নগদ প্রায় ২২ কোটি টাকা উদ্ধার করা হয়। পরে অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটেও টাকার পাহাড়ের হদিস পাওয়া যায়। সেখানে প্রায় ২৮ কোটি টাকা পাওয়া যায়। সব মিলিয়ে প্রায় ৫০ কোটি নগদ টাকা, সোনাদানা উদ্ধার ঘিরে শোরগোল পড়ে যায় রাজ্য জুড়ে। এই মামলায় অর্পিতাকেও গ্রেফতার করা হয়েছে।