কলকাতা, ৫ জুন : কয়লা পাচার মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার সকাল ১১টায় তাঁকে তদন্তকারী সংস্থার দফতর সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।
সোমবার সকালেই কলকাতা বিমানবন্দরে রুজিরাকে আটকে দেয় অভিবাসন দফতর। সূত্রের খবর, দুই সন্তানকে নিয়ে তিনি দুবাইয়ের বিমান ধরার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। বিমান ধরার আগেই তাঁকে ‘বাধা’ দেন অভিবাসন দফতরের কর্মীরা। কারণ হিসেবে জানায়, রুজিরার বিরুদ্ধে লুকআউট সার্কুলার নোটিশ জারি করেছে ইডি। আর সেই ঘটনার কিছুক্ষণ পরেই অভিষেক জায়াকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
জানা গিয়েছে, ৮ জুন- বৃহস্পতিবার তাঁকে সিজিও কমপ্লেক্সে এসে হাজিরা দিতে বলা হয়েছে। সময় দেওয়া হয়েছে সকাল ১১টা নাগাদ। বিমান বন্দরে আটকানো এবং তারপরেই ইডি তলব নিয়ে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসা। এই প্রসঙ্গে রাজ্যসভার তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে কেন্দ্র কাজে লাগাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।
উল্লেখ্য, এর আগেও কয়লাপাচার কাণ্ডে রুজিরাকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তৃণমূল সূত্রে খবর, রুজিরাকে বিমান বন্দরে আটকানো ইস্যুতে ইডি’র বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।