kolkata

6 months ago

Sehgal wife Summon by ED : অনুব্রতর দেহরক্ষী সহগলের স্ত্রী ও মা-কে সমন ইডি-র, জেরার জন্য ডাকা হয়েছে দিল্লিতে

Sehgal wife Summon by ED

 

কলকাতা, ১৯ সেপ্টেম্বর : গরু পাচার মামলায় ধৃত তৃণমূল কংগ্রেসের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সহগল হোসেনের স্ত্রী ও মা-কে এ বার তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। তবে কবে নাগাদ তাঁদের ডাকা হয়েছে, তা এখনও জানা যায়নি।

ইডি সূত্রে দাবি, সহগলের স্ত্রী ও মায়ের নামে বিপুল সম্পত্তি রয়েছে। সহগলের গ্রেফতারের পর সেই সম্পত্তির লেনদেন করতে চেয়েছিলেন বলে তাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তদন্তে নেমে সহগলের স্ত্রী ও মায়ের নামে সম্পত্তির হদিস পেয়েছেন তদন্তকারীরা। সম্পত্তির উৎস কী, এ ব্যাপারে জানতেই সহগলের স্ত্রী ও মাকে তলব বলে ইডি সূত্রে খবর। জেরার জন্য তাঁদের দিল্লিতে ডাকা হয়েছে বলে জানা গিয়েছে।


You might also like!