kolkata

3 weeks ago

ED Raid: লটারি দুর্নীতি মামলায় তৎপরতা, কলকাতা-সহ একাধিক ঠিকানায় ইডি-র তল্লাশি

ED Raid
ED Raid

 

কলকাতা, ১৪ নভেম্বর : লটারি দুর্নীতি মামলায় ফের তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই মামলায় বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা-সহ একাধিক ঠিকানায় অভিযানে নেমেছেন ইডি-র আধিকারিকরা। লটারির আর্থিক জালিয়াতি এবং কিছু প্রভাবশালী ব্যক্তিকে লটারির টিকিটের মাধ্যমে অর্থ পাচারের সঙ্গে জড়িত দুর্নীতির মামলা এটি।

লটারি কেলেঙ্কারি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বৃহস্পতিবার সকাল থেকেই অভিযান চালাচ্ছে। এদিন সকালে শহর ও শহরতলির বেশ কয়েকটি ঠিকানায় তল্লাশি চালায় ইডি। এদিকে বিমানবন্দর সংলগ্ন মাইকেল নগরে লটারির টিকিট ছাপানোর কারখানায় অভিযান চালানো হয়।আবার দক্ষিণ কলকাতার লেক মার্কেটের কাছে ২৬ কবি ভারতী সরণিতে একটি অভিজাত বহুতল ফ্ল্যাটে অভিযান চালায় ইডি।


You might also like!