kolkata

1 year ago

ED bringing money counting machine : গার্ডেনরিচে বান্ডিল বান্ডিল নোট ব্যবসায়ীর বাড়িতে, টাকা গোনার যন্ত্র আনাচ্ছে ইডি

ED bringing money counting machine
ED bringing money counting machine

 

কলকাতা, ১০ সেপ্টেম্বর : গার্ডেনরিচে পরিবহণ ব্যবসায়ী নিসার খানের বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকেরা। নিসারের দোতলা বাড়ির খাটের তলা থেকে প্লাস্টিকের থলিতে মোড়া ৫০০ ও ২০০০ হাজারের নোটের বান্ডিল উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। টাকা গোনার জন্য আনা হয়েছে টাকা গোনার মেশিন। পুলিশ সূত্রে খবর, আর্থিক দুর্নীতি মামলায় এই অভিযান। এদিন সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী আধিকারিকেরা শহরের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযানে নামে। ইতিমধ্যেই গার্ডেনরিচের ওই বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে। সূত্রের খবর, নিসারের বাড়ি থেকে উদ্ধার ওই বিপুল অর্থ প্রথমে বাজেয়াপ্ত করেন ইডি আধিকারিকেরা। তার পর তা গোনার জন্য ব্যাঙ্কের আধিকারিকদের সাহায্য নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই গার্ডেনরিচের ওই বাড়িতে বা়ড়তি বাহিনী চেয়ে পাঠিয়েছে ইডি। দুপুর নাগাদ সেই গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিতে নিসারের বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়।শনিবার দুপুর ১টা নাগাদ ইডির আরও আধিকারিক নিসারের বাড়িতে ঢোকেন। কেন্দ্রীয় বাহিনীর সামনে নিসারের বাড়িতে আরও এক প্রস্থ চিরুনী তল্লাশি শুরু হয়। সূত্রের খবর, ওই টাকার উৎস কী, তার সদুত্তর দিতে পারেননি ওই ব্যবসায়ী। সে সব নিয়েই জিজ্ঞাসাবাদ চলছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, এদিন সকাল ৬টা নাগাদ কলকাতার তিনটি জায়গায় একযোগে তল্লাশি অভিযান শুরু করে ইডি। সূত্রের খবর, অভিযান চলাকলীন গার্ডেনরিচের ওই পরিবহণ ব্যবসায়ীর বাড়ি থেকে প্রচুর পরিমাণ নোটের বান্ডিল পাওয়া যায়। অন্যদিকে, এদিনই পার্ক স্ট্রিট সংলগ্ন ম্যাকলয়েড স্ট্রিটের দুটি আবাসনেও তল্লাশি অভিযানে নামে ইডি। ২ জন মহিলা সহ ছ’জনের প্রতিনিধি দল নামে তল্লাশি অভিযানে। এদিন প্রথমে ইডি আধিকারিকরা পৌঁছে যান ম্যাকলয়েড স্ট্রিটের এক আইনজীবীর বাড়ি।

You might also like!