kolkata

7 months ago

Shahjahan Sheikh: ফের ইডি তলব করল শাহজাহানকে! সাড়া দেবেন কি তিনি?

Shahjahan Sheikh (File Picture)
Shahjahan Sheikh (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ একমাসের বেশি সময় বেপাত্তা সন্দেশখালির দাপুটে নেতা শাহজাহান শেখ। ইডি তলব করলেও দুবার সাড়া দেননি তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবার ফের শাহজাহানকে নোটিস দিল। আগামী সপ্তাহেই তাঁকে ডেকে পাঠিয়েছে ইডি। তবে তিনি ইডির ডাকে আদেও সারা দেবেন কি না, এই নিয়ে উঠছে প্রশ্ন।

তৃণমূল নেতা শাহজাহান শেখ রেশন বন্টন দুর্নীতিতে দীর্ঘদিন ধরে নজরে সন্দেশখালির। ৫ জানুয়ারি পর গত ২৪ তারিখ উত্তর ২৪ পরগনায় সন্দেশখালির সরবেড়িয়ায় শাহজাহানের বাড়ির তালা ভেঙে ইডি তল্লাশি চালায়। সেদিনই বাড়ির দরজায় নোটিস দিয়ে তাঁকে গত ২৯ জানুয়ারি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। যদিও সেদিন তিনি যাননি। কোনও পরিচিতর মাধ‌্যমে ইডির সঙ্গে যোগাযোগও করেননি শাহজাহান। সম্প্রতি তাঁকে মেল পাঠায় ইডি। গত বুধবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। যদিও দ্বিতীয়বারও হাজিরা দেননি শাহজাহান।

ওইদিন বিকেল সাড়ে চারটে নাগাদ ইডি দপ্তরে যান শাহজাহানের আইনজীবী। হাতে ছিল একটি খাম। শাহজাহানের লেখা চিঠি হাতে তিনি ইডি দপ্তরে যান বলেই খবর। হাজিরার জন্য তাঁর আইনজীবী কিছুটা সময় চান। তবে আইনজীবীর দাবি, কোনও কথা শোনেননি আধিকারিকরা। এসবের মাঝে শুক্রবার শেখ শাহজাহানকে হাজিরার জন্য তৃতীয়বার নোটিস দিল ইডি। এবার কি হাজিরা দেবেন তৃণমূল নেতা? না দিলে সেক্ষেত্রে কী পদক্ষেপ করবে ইডি? সেদিকে তাঁকিয়ে সবমহল।

You might also like!