kolkata

2 weeks ago

RG tax corruption case: আর জি কর দুর্নীতি কাণ্ডে ফের তৎপর ইডি, প্রায় ৬ জায়গায় হানা আধিকারিকদের

RG tax corruption case
RG tax corruption case

 

কলকাতা, ১৭ সেপ্টেম্বর : আর জি কর দুর্নীতি কাণ্ডে ফের তৎপর হয়ে উঠল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার সকাল থেকে কলকাতা-সহ রাজ্যের প্রায় ৬টি জায়গায় হানা দিয়েছেন ইডি-র আধিকারিকরা। শাসক দলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়ের উত্তর কলকাতার ঠিকানায় অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সুদীপ্ত শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক। পাশাপাশি আর জি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও ছিলেন তিনি।

সুদীপ্তের বাড়ির পাশাপাশি ইডি-র অপর একটি দল পৌঁছে গিয়েছে বালিগঞ্জ সার্কুলার রোডেও। সেখানে এক ওষুধ ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। এ ছাড়া হুগলিতেও গিয়েছে ইডি-র একটি দল।

You might also like!