নয়াদিল্লি, ৩০ আগস্ট : প্রয়াত হয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ, প্ল্যানিং কমিশনের প্রাক্তন সদস্য অভিজিৎ সেন। দেশের গ্রামীণ অর্থনীতির প্রধান বিশেষজ্ঞ অভিজিৎ সেন প্রয়াত হয়েছেন সোমবার রাতে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
পরিবার সূত্রের খবর, সোমবার রাত এগারোটা নাগাদ হৃদরোগে আক্রান্ত হন অভিজিৎ সেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণে বাঁচানো যায়নি। দীর্ঘ চার দশকেরও বেশি সময়ব্যাপী কর্মজীবনে অধ্যাপক অভিজিৎ সেন অক্সফোর্ড, কেমব্রিজ এবং দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়িয়েছেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে দায়িত্বও সামলেছেন। ২০০৪-২০১৪ সাল পর্যন্ত প্ল্যানিং কমিশনের সদস্য ছিলেন।